Saturday, April 29, 2017

রস

বাচ্যার্থেই থাইকা কাজ নাই,
বাচ্চারাও তা বুঝতে পারে
ভাব বিনা তুমি ক্যামনে ধরবা
রসবতীরে কাইব্যাধারে?

ক্যামনে ফুটাবা আন্ধার ঘরে
কাইব্য-প্রকাশ ঝাড়বাতি-খান?
ক্যামনে আঁকবা কালো মেঝে জুড়ে
আল্পনা ভাল্‌ ভাল্‌ কয়খান?  

বাচ্যার্থেই আটকা থাইকো না
হোথায় শুধুই ধাঁচাখানা আছে;
দেহপটখানা সম্বল কইরা
বাঁচামরা ছাড়া রাস্তাও আছে।      

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...