অনির্বচনীয়তা ঢেকে যাচ্ছে
মেঘের কম্বলে-
নেমে এলো তারা, মাঠের শেষ
রেখাটি ধ’রে
আমার ভাষা আমায় অনুমতি দিলে
পরে
টেনে আনি তায় ধীরে ধীরে কবিতার
মজলিশে
প্রান্তটি ধ’রে, আঁচল যেন
প্রিয়ার, মায়ের,
ডেকে এনে তাকে তার কাজের
কোণখানি থেকে
দ্যাখাই-
কি খেলেছি আমি, কি এঁকেছি,
কি ফেলেছি
আর কি ছড়িয়েছি।
দেখবে এসো, আমার কাছে বসো,
হামি দাও
গাল ভ’রে, গা ভ’রে, গয়না
গড়িয়ে দাও
স্নেহের পরশ-পাথর দিয়ে
সোনার, কিম্বা
আদর-সোনার জলে, এর বেশি আর
কী চেয়েছে
বুম্বা?
No comments:
Post a Comment