Thursday, June 9, 2016

মুখটা আর দেখতে পাচ্ছি না

গত কয়েকদিন যাবৎ
আমি নিজের মুখটা আর
দেখতে পাচ্ছি না।

কী হ'ল কে জানে!
মুখ একটা ছিলো শুনেছি
অন্য কারো মুখে ;
তাই এখন তাদের সন্দেহ হয়
মিথ্যেবাদী ব'লে।
এছাড়া আর কী হ'তে পারে?

আয়নাগুলো সব কি তবে
অন্ধ হয়ে গ্যালো?   

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...