তার কাজ ফুরিয়ে গেছিলো।
কাজ ফুরিয়ে গিয়েছিলো তার
দিনান্তে, অন্য বাসনায়;
টান পড়েছিলো ভাণ্ডারে আর
চোখের দেখার ক্ষণে।
এ-পথে মেয়েটি আসছিলো না।
দেখছিলো না নেড়ে-চেড়ে আর
সাজানো পসরা-ডালি
যা বেচে বেচে কেটে যাবে তার
ঝাপ্সা জীবনখানি।
ব্যথাতুর দেহ ঠেলে উঠছিলো।
কার ব্যথার আর কে খোঁজ রাখে --
কেন সে আসে না? দু'দিন ভেবেছে;
ভেবে দু'রাতের ঘুম উড়িয়েছে
তারপরে ঠেলে নিয়ে গেছে তার
পসরা ঠেলার গাড়ি।
কাজ ফুরিয়ে গিয়েছিলো তার
দিনান্তে, অন্য বাসনায়;
টান পড়েছিলো ভাণ্ডারে আর
চোখের দেখার ক্ষণে।
এ-পথে মেয়েটি আসছিলো না।
দেখছিলো না নেড়ে-চেড়ে আর
সাজানো পসরা-ডালি
যা বেচে বেচে কেটে যাবে তার
ঝাপ্সা জীবনখানি।
ব্যথাতুর দেহ ঠেলে উঠছিলো।
কার ব্যথার আর কে খোঁজ রাখে --
কেন সে আসে না? দু'দিন ভেবেছে;
ভেবে দু'রাতের ঘুম উড়িয়েছে
তারপরে ঠেলে নিয়ে গেছে তার
পসরা ঠেলার গাড়ি।
No comments:
Post a Comment