সেফেরিস তুমি বলেছঃ
‘রাত্রি বিশ্বাস করে না
ভোরের আলোকে’
আমি তা মানিনা।
কেননা আমি দেখেছি ভোরের আগে
রাত্রি কেমন নির্লজ্জ
কামাতুরা
ভোরের সঙ্গে লিপ্ত সঙ্গমে —
একে অপরের কোমরে কোমর গেঁথে;
রমণের রঙে রঙে রাঙিয়ে বিছানাকাশ
বিদায় নেয় চুপিসাড়ে
আবার আসবে বলে
নির্ঘুম রাত্রের জ্বালা
জ্বালা চোখ দিয়ে
লুকিয়ে দেখেছি আমি
ভয়ে ভয়ে, রোজ
পীপিং টমের মতো জানলায়
লুকিয়ে।
No comments:
Post a Comment