শহরকে থোড়া বাড়তে দিলে
অনেকখানি ছড়িয়ে বসে--
নোংরা থাবা। নখের কোণে
বিতিকিচ্ছিরি ময়লা জ’মে।
শহরটাকে গড়তে দিলে
ভাঙতে বসে, ভাঙতে বসে।
শহরকে গান গাইতে দিলে
লাউডস্পীকার, বুম-বুম রব
সরগম থাক্ তাকের কোণে
তবলা ফাটিয়ে গোলাপের টব।
শহরটাকে নাচতে বললে
ডুবতে থাকে, ডুবতে থাকে।
শহরকে পান করতে দিলে
আকণ্ঠ খায়, চোঁ চোঁ ফিনিশ
বুক শুকোলো, মুখ শুকোলো
মরীচিকাই সাচ্চা জিনিস।
শহর দেখি গোরস্থানে
নিজের কবর খুঁড়তে থাকে।
No comments:
Post a Comment