Tuesday, October 6, 2015

নাবালিকার প্রতি

তখনো তুমি হওনি তেমন বড়-
তখনো তোমার ইচ্ছেমতন বয়েস
বাড়ছে, কমছে, কিংবা থাকছে থমকে;
রাতবিরেতে জাঁকিয়ে ধরছে আবেশ!

সে কোন্‌ ধ্বংস, সে কোন্‌ তৃষ্ণা নিয়ে
ডুবছো তুমি প্রেমের আরক-পানে
বাতাস ভরল কামনা-আতর গন্ধে,
তুমিও ডুবলে মিথ্যে ব্যথার টানে।

ভুল ভেবে যাও, ভুলের মাশুল সেটাই
শুধবো আমি রক্ত-ওঠা গলায়
কবির কথাই মানতে না চাও যদি
কী করে বুঝবে, কবিতা কী ভাষা বলায়?  

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...