দুনিয়া
শুধুই কষছে বসে হিসেব
হিসেব কষেছি
আমিও, খুব কষে
তুমিও রেখেছ
হিসেব খাতায় টুকে
আমি দিয়েছি
খাতাটাই পুড়িয়ে।
মাথায় তবুও
থেকে যায় লাভক্ষতি
আজ কী হ’ত,
না চলে যেতে যদি
আজ কী আমরা
বিকেলের ঝুঁটি নেড়ে
রোদ কুড়োতাম
সোনার বাগান ঘুরে?
আজ কী তোমার
দৃষ্টি নরম হয়ে
আমার সকল
শরীর যেত ছুঁয়ে?
No comments:
Post a Comment