Friday, December 30, 2016

ফ্রোডোর গান

হয়তো কোনো গলির কোণে, অপেক্ষায় রত
এখনো আছে নতুন রাস্তা, কিংবা গুপ্ত-পথও;

যদিও গিয়েছি অনেকবারই সে পথখানি ধ’রে
তবু মনে করি এমন দিনও আসবে ক’দিন পরে

যখন পাবো সেসব রাস্তা, লুকিয়ে যারা ধায়
চন্দ্রের দক্ষিণে এবং সূর্যদেবের বাঁয়।   


~ This is Sreejit Datta's translation of Frodo's song from "The Lord of the Rings" by J.R.R. Tolkien. 

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...