চারণ লিখেছে গান, গেয়েছে
চারণ
গান শুনে শুধালো সে,
প্রেমের কারণঃ
তুমি কি দেখেছো ছবি? এঁকেছ
পটে
জীবনের পোর্ট্রেট, যেভাবে
ঘটে;
সারাদিন আঁকিবুঁকি। জানিনা
সময়
কখন কীভাবে কাটে। যদি দয়া
হয়
হাতখানা রেখে যেও, বেরোতে
হবে
সাড়ে আটটার ট্রেন। বোঝাবে
কবে
যেগুলো ধোঁয়ার মতো? কুয়াশা
যখন
ঘিরছে ঘড়ির পাশে, সময়ও তখন
ধীরে ধীরে থেমে যায়। অন্ধ
গলি
ডাক ছেড়ে পাশ ফেরে, জমছে
পলি
খোলা নালাটির নীচে। গাছের
গায়ে
ছিল কাহাদের বাসা – তাদের পায়ে
ছোটোদের রূপকথা – কোথায় তারা?