Sunday, April 9, 2017

কামমোহিতং

আমি তো ভালোই ঘুমোচ্ছিলাম
মড়ার মতো বিছানায় প'ড়ে প'ড়ে --
জাগিয়ে গেলে তুমি।

তুমি তো এখন অন্য কারো কোলে
নিদ্রা গিয়েছো, কিংবা নিয়েছো গিলে
পারোও বটে তুমি!

আমি উচাটন, বেড়াই ছুটে ছুটে
বিভোর বাতাস ফুসফুসেতে পুরে;
উড়ছো জানি তুমিও।

হাওয়ায় মেলেছি আমরা যে যার পাখনা
সবটা চুলোয় যায় যদি, তো যাক্‌ না
সব আছে, তবু যৌথ হ'ল না।

মিথুন বনতে ক্রৌঞ্চ ব'নে গেলাম
আমরা যে যার নিজের বনে এলাম
ব্যাধ ছিলো, তবু বিদ্ধ হ'ল না।

হে বাল্মীকি, হাহাকার পেলে শুনতে?
কান্না এবং দীর্ঘশ্বাসকে গুনতে?
কাব্যে এসেই মিটবে যত দেনা?
   

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...