হয়তো কোনো
গলির কোণে, অপেক্ষায় রত
এখনো আছে
নতুন রাস্তা, কিংবা গুপ্ত-পথও;
যদিও গিয়েছি অনেকবারই সে পথখানি ধ’রে
তবু মনে করি
এমন দিনও আসবে ক’দিন পরে
যখন পাবো সেসব রাস্তা, লুকিয়ে যারা ধায়
চন্দ্রের দক্ষিণে এবং সূর্যদেবের বাঁয়।
~ This is Sreejit Datta's translation of Frodo's song from "The Lord of the Rings" by J.R.R. Tolkien.