কী পেয়েছ তুমি, সিন্ধুপ্রদেশ?
কী পেলে, পাখতুনখোয়া?
কী পুত্র প্রসব করলে শেষে
পঞ্চনদের হে মহান পিতৃভূমি?
রক্ত দিয়ে শুরু যে গাথা
রক্তেই তার শেষ;
হত্যা যদিও থামেনি, এখনো
রাত্রি নির্নিমেষ --
আছে কী আদৌ সূর্য-সকাল
শোক-বিলাপের পারে
বাঁচে কি বলো এভাবে মানুষ
মান-হুঁশ যদি ছাড়ে?
নামেরই আবরণে লুকাও
নি-দোষ রক্তস্নান
দেশ ভেঙে কত পবিত্র হ'লে
বলবে, পাক-ই-স্তান?
কী পেলে, পাখতুনখোয়া?
কী পুত্র প্রসব করলে শেষে
পঞ্চনদের হে মহান পিতৃভূমি?
রক্ত দিয়ে শুরু যে গাথা
রক্তেই তার শেষ;
হত্যা যদিও থামেনি, এখনো
রাত্রি নির্নিমেষ --
আছে কী আদৌ সূর্য-সকাল
শোক-বিলাপের পারে
বাঁচে কি বলো এভাবে মানুষ
মান-হুঁশ যদি ছাড়ে?
নামেরই আবরণে লুকাও
নি-দোষ রক্তস্নান
দেশ ভেঙে কত পবিত্র হ'লে
বলবে, পাক-ই-স্তান?
No comments:
Post a Comment