সব গিয়েছে,
আর কিছু নেই
এখন তোমার সাক্ষাতে তাই
শুধু মুখোমুখি দাঁড়াবারে
চাই।
চোখে চোখ রেখে, নতজানু নয়
কোনো ভিক্ষার ঝুলি পেতে নয়
রিক্ত মননে, নগ্ন শরীরে
শুধু মুখোমুখি দাঁড়াবারে
চাই।
ক্রন্দনধ্বনি সঙ্গীত হোক্,
দীর্ঘশ্বাসে হৃদয় জুড়োক
রুদ্ধ কণ্ঠে, আর্দ্র নয়নে
শুধু মুখোমুখি দাঁড়াবারে
চাই।
প্রবোধ দিও না—কোনো
সান্ত্বনা
ভোলায় না যেন মহতী বেদনা
মহাশূন্যতা এ জীবনে ধ’রে
শুধু মুখোমুখি দাঁড়াবারে
চাই।
আত্মার যত ঘৃণা-ভয়-লাজ
ছিলো, সব বুঝি নিভে গেলো আজ
মুমুক্ষাটুকু ললাটে মাখিয়ে
শুধু মুখোমুখি দাঁড়াবারে
চাই।।