Friday, March 31, 2017

খেলা ভাঙার গান



যদি দেখি,

কান্নাহাসির সমস্ত পাট শেষ

যদি দেখি,

রাত্রিদিনের চলন নির্নিমেষ

তবে যেন

ঘুমের কোলে যাই,

গিয়ে ছাই

সব জ্বালা জুড়াই, 

এবং 

জেগে উঠেই পুড়িয়ে ফেলি  

মিথ্যে যত আবেশ !

উটকোবি

উটকো কবি হুড়কো তুলে বেবাক বাজে বকে
তাই নিয়ে ফের ভক্তবৃন্দ আড্ডা জমায় রকে।
উটকোর পাশে ছুটকো এসে কিচিরমিচির করে,
FIR আর হুমকি জুটিয়ে শহীদ-মালা পরে।
শহীদ-শহীদ জমলে খেলা নতুন বেদী গজায়;
বেদীর টঙে চ'ড়ে বেগম নতুন অ্যাওয়ার্ড সাজায়!
তারপরেতে বসন-ভূষণ ভীষণ ভীষণ ভারি
সাজিয়ে নিয়ে দুলকি চালে ফেরেন তাঁরা বাড়ি।
বাড়ি ফিরেই গল্প লেখেন, পদ্য ফাঁদেন আবার
কমিশনের টাকায় মেটান বউ-বাচ্চার আব্দার।
এমনি করেই বাজে বকা কেবল বেড়ে চলে,
সভ্যতাটির জাত ভেসে যায়, চোখ ভেসে যায় জলে।
    

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...