এসবকিছুর পরেও থাকে, একলা হবার ইচ্ছেঃ
যদিও আকাশ ছেয়ে যাচ্ছে নিমন্ত্রণের পত্রে
যদিও আমরা সম্ভোগ করি ছাপা নির্দেশিকা মেনে
যদিও আমরা ফ্যামিলি-ফোটো তুলছি পতাকার নীচে
দাঁড়িয়ে-
এসবকিছুর পরেও থাকে, একলা হবার ইচ্ছে।
এসবকিছুর তলায় তলায়, ভুলে থাকবার ইচ্ছে আছেঃ
ক্যালেন্ডারে সুন্দর ক’রে টেনশন বাঁধিয়ে রাখা
সত্ত্বেও,
লাইফ ইন্শিওরেন্স, গর্ভধারণের প্রতিটি নিয়ম-বলা
সারণি,
মৃত্যুর দিক থেকে মুখ ঘুরিয়ে থাকার দামী দামী সব
উপায়-
এসবকিছুর তলায় তলায়, ভুলে থাকবার ইচ্ছে আছে।
~ব্রিটিশ কবি ফিলিপ লারকিনের ওয়ান্টস্ থেকে অনূদিত।
~Translated from Wants, penned by the British poet Philip Larkin
No comments:
Post a Comment