Friday, September 4, 2015

ইউরোপ

বর্বরতা আর ছ্যাঁচড়ামির উৎসভূমি
কলোনির সর্বস্ব চুষে বানিয়েছ কেল্লা
সক্রাতেসের নিহন্তা, খ্রিষ্টের ঘাতক তুমি
যাদের খেয়েছ, যাদের ধনমানে হয়েছে রেলা
তাদের আজ তোমার দুর্গে প্রবেশ নিষেধ!
ওহে স্বার্থপর দৈত্য, তোমায় উদ্ধার করতে
আজ কোন্‌ দেবশিশু আসবেন? তাঁর মনে খেদ,
তাঁর ক্ষতচিহ্নই বাড়িয়ে তুলেছো, দিয়েছো মরতে
ইশ্বরের পুত্রকে, হা ইব্রাহিম! কোন্‌ প্রাণে পারলে?
অবশ্য অবাক হচ্ছি কেন? খ্রিষ্টের রক্তে সারলে
স্নিগ্ধস্নান, এবারে নতুন হত্যাকাব্য। এই তো দিয়েছো।
তাই আজ যে শিশুকে জলে চুবিয়ে মারলে -- পেরেছো,
তুমিই পেরেছো, হে অন্ধকারের পীঠস্থান!
চাই বজ্রপাণির খড়গে হোক তোর দম্ভ খানখান।
  

No comments:

Post a Comment

Vengeance

Now I’m more than a quarter of A century old, And I often think I’ve wasted All my gold; Wish I had got a different, some Other ...