নিয়েছি স্বেচ্ছা-নির্বাসন
তোমার আলো-আঁধারি গলি ছেড়ে
তোমার কুয়াশা-ঢাকা গলি ছেড়ে
রাজপথের রোদে 
দাঁড়িয়েছি এখন।
কথা ছিল, এ পথেই হাঁটবে ধরাধরি হাত
একের ঘাম অন্যের গায়ে,   
দুয়ের বোঝা একাকার ক’রে। 
নির্ঘাত ছুটি পাবো সপ্তাহান্তে, কি ডিসেম্বরে; 
শুধু মাঝে মাঝে গড়ালে এ রাত  
ঘন হয়ে এলে নিঃশ্বাস, সুরার ঝাঁঝ আঘ্রাণে জড়ালে
ফিরে যাবো ফের কুয়াশার মোড়। 
সেখানে তোমার গোপন বাড়ি
তোমার একান্ত গৃহকোণ। 
আমারও প্রবেশ নেই সে নিভৃতে - 
বিনা অনুমতিতে - 
ওখানে শুধু তোমার আনাগোনা, 
ওখানে তোমার অখণ্ড বিরাম। 
তোমার পছন্দসই চিন্তাগুলোই 
ওখানে যেতে পারে।
বহুবার চেয়েছি, দরজা ভেঙে ফেলতে
দেয়াল ফুঁড়ে ফেলতে - 
সিঁদ কাটতেও বাকি রাখিনি;
কোনো লাভ হয়নি। 
ওপারের আলো আপনি না এলে 
আনাই যায় না আমার ছোটো ঘরে।     
তবে আর সে বালাই নেই;
আমি রোদে পুড়ছি এখন - 
কামারশালার হাপর 
উঠেপড়ে গড়েপিটে নিচ্ছে 
আমার অবুঝপনা।
বাচ্চাবেলা ফুরালে বুঝি 
এখনো দুঃখ হয়?